WhatsApp Channel
Follow Now
Telegram Group
Follow Now
Last updated on July 4th, 2023 at 12:49 am
Subho Jamai Sasthi Quotes, Joke’s and Wishes in Bengali : জামাই ষষ্ঠী কেন পালন করা হয়?
আম-কাঁঠাল, ইলিশের পেটি কিংবা কচি পাঠাঁর মাংস সহযােগে ভুরিভােজ। পঞ্চব্যঞ্জনে সাজনাে জামাইয়ের পাত। জামাই ষষ্ঠীর কথা মনে এলে প্রথমেই চোখে ভেসে ওঠে এমন দৃশ্য। মা ষষ্ঠীর সঙ্গে জামাইয়ের সম্পর্কটা কী এ প্রশ্ন নিশ্চয় অনেকবার আপনার মনে এসেছে?
image Source Flikr |
Jamai Sasthi Quotes, Status and SMS in Bengali
ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যার পিতা বা মাতা কন্যাগহে পদার্পণ করবেন না।
এই ব্যবস্থায় সমস্যা দেখা দিল, সন্তানধারণে সমস্যা বা সন্তান মৃত্যুর (শিশুমৃত্যু) ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হত কন্যার বাড়ি যাওয়ার জন্য। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখদর্শন কীভাবে ঘটে? তাই সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নিলেন জামাই ষষ্ঠী হিসাবে। যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও কন্যার মুখ দর্শন করা যাবে।
আর সেইসঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাঁকে খুশি করা যাতে কন্যা শীঘ্র পুত্রমুখ দর্শন করতে পারে। বর্তমানে অবশ্য এই সংস্কার পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে – কন্যার পিতামাতা অথবা যে ব্যক্তি কন্যা সম্প্রদান করবেন তিনি এক বৎসর কন্যার বাড়ি যাবেন না বা গেলেও বাড়ির অন্নগ্রহণ করবেন না।
যদিও আধুনিক শহুরে জীবনে এই সংস্কার বিশেষ গুরুত্ব পায় না। সংস্কার যাই হােক না কেন, মেয়ে জামাইকে ডেকে এনে সমাদর করা ও সেইসঙ্গে কন্যা যাতে সন্তানবতী হয় সেই লক্ষ্যে মা ষষ্ঠীকে’ জুড়ে দিয়ে উৎসবের নামকরণ হল ‘জামাইষষ্ঠী’।
Jamai Sasthi Jokes in Bengali | জামাই ষষ্ঠী জোকস
জামাই ষষ্ঠী আজিকে তাই পড়ে গেছে সাড়া,জামাইয়ের আদরে আজ মেতে ওঠে পাড়া।
ধন্য ধন্য জামাইগণ, শ্বশুরের গৃহে আগমণ,ঘরে ঘরে ব্যস্ত সবে জামাইষষ্ঠীর আয়োজন।
জামাই ষষ্ঠী আজিকে তাই জামাইয়ের কদর,শাশুড়িরা জামাইকে খাওয়ায় করিয়া আদর।
আরও পড়ুন:
মাছ মিষ্টি দই পাঁপড়, ব্যঞ্জন হয় ভাল মতে,জামাইকে খেতে দেয় বহূমূল্য স্বর্ণথালাতে।
জামাই ষষ্ঠী আজিকে তাই হয় ভারি ধূম ধাম,শ্বশুর ও শাশুড়িকে জামাই আজি করয়ে প্রণাম।
জামাই ষষ্ঠীর দিনে যদি জামাই পায় আশীর্বাদ,মনস্কামনা পূর্ণ হয় জামাইয়ের পূরে মনোসাধ।
ধন্য ধন্য জামাইগণ, শ্বশুরের গৃহে আগমণ,ঘরে ঘরে ব্যস্ত সবে জামাইষষ্ঠীর আয়োজন।
শাশুড়ি : জামাই বাবাজি পরের বছরে তুমি কি হতে চাও?জামাই : আজ্ঞে টিকটিকি!শাশুড়ি : কেন?জামাই : আপনার মেয়ে একমাত্র টিকটিকিতেই ভয় পায় কি না!!
জামাই শাশুড়িকে বলছেন…আপনার মেয়ে আমাকে খুশি রাখতে পারছে না। ওর জন্য আমি সারাক্ষণ দুখী হয়ে থাকি।শাশুড়ি – বাবাজীবন সব ভাগ্যের খেল আর কি!মেয়েটা যখন এখানে ছিল সারা পাড়ার ছেলেদের খুশি করে রেখেছিল। আর এখন দেখো।
আসবে জামাই আজ বাড়িতে,হৈ চৈ তাই সবাই করে।করবে খাতির সবাই মিলে,আসলো জামাই অনেক দিন পরে।শুভ জামাইষষ্ঠী…!
এনেছি ইলিশ টাটকা তাজা,আসছে আমার জামাই রাজা।খুশিতে আমার মন সয় না,জামাই আমার খাঁটি সোনা।শুভ জামাইষষ্ঠী…!
জামাইষষ্ঠী ভারি মজা খাবো,যে ভাই খাস্তা গোজা।ইলিশ মাছে আর পটল ভাঝা,জমবে আসর খুবি খাসা।শুভ জামাইষষ্ঠী…!
জামাই মেয়ে এলো বোলে,এই শঙ্খের ধ্বনি বাজলো দেখো।পাড়া পরশি সব আসলো ছুটে সবাই বোলে,নতুন জামাই দেখো।শুভ জামাইষষ্ঠী…