আজ ২৬ শে জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস, আপনকি প্রজাতন্ত্র দিবস কবিতা অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের কবিতা খুঁজছেন তাহলে একদম সঠিক জায়গায় উপস্থিত হয়েছেন। আজকের এই নিবন্ধে আপনার সঙ্গে শেয়ার করবো বিখ্যাত কবিদের লেখা ৩ টি সেরা প্রজাতন্ত্র দিবসের কবিতা আশা করি কবিতা গুলো আপনার খুব ভালো লাগবে।
প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনটি উপলক্ষ্যে , আসুন আমরা আমাদের মাতৃভূমিকে এই প্রতিশ্রুতি প্রদান করি যে আমরা আমাদের ঐতিহ্য এবং জাতীয় নীতিকে সমৃদ্ধ এবং তা সংরক্ষণের জন্য বদ্ধপরিকর হব এবং দেশের সম্মানকে উন্নীত করার যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের সকলকে প্রজাতন্ত্রের শুভ শুভেচ্ছা!
জাতির জনক মহাত্মা গান্ধী ২৬ জানুয়ারিকে নাম দিয়েছিলে ‘স্বতন্ত্রতা সংকল্প দিবস’। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে ১৯২৯ সালের শেষদিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল। এরপরই ১৯৩০ সালের ২৬ জানুয়ারি ওই দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়। তবে শেষ পর্যন্ত এটি কার্যকর হয়নি। ১৯৪৭ সালে দুশো বছরের পরাধীনতা ঘুচিয়ে ভারত যখন ১৫ অগাস্ট স্বাধীনতা অর্জন করে। ১৫ অগাস্টই স্বাধীনতা দিবসের মর্যাদা পায়।
এর ফলে ২৬ জানুয়ারি তারিখের তাৎপর্যে বদল আসে। স্বাধীনতা অর্জন ১৯৪৭ সালে হলেও তখনও সংবিধান তৈরি হয়নি। প্রায় আড়াই বছর পর তৈরি হল পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংবিধান, ভারতের সংবিধান। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর করা হল দেশের সংবিধান। সেই থেকেই ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়।
প্রজাতন্ত্র দিবসের কবিতা
কবিতা – ২৬ শে জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস )
লেখক – লক্ষ্মণ ভাণ্ডারী
ছাব্বিশে জানুয়ারি মোরা পালন করি
প্রজাতন্ত্র দিবস আজিকে,
প্রভাতে উঠিল রবি মেঘেঢাকা লাল ছবি
আবীর মাখানো পূর্ব দিকে।
ভারত মৃত্তিকা পরে জাতীয় পতাকা উড়ে
প্রফুল্লিত সবাকার প্রাণ,
দেশের সকল জাতি পুলকে উঠিল মাতি
গাহে ভারতের জয়গান।
ভারতের অগ্নিশিশু নেতাজি সুভাষ বসু
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
বিনয় বাদল নাম দিনেশের সংগ্রাম
কত শহীদের প্রাণনাশ।
আজিকার দিনে তাই স্মরণ করিতে চাই
দিল যারা প্রাণ বলিদান,
সংগ্রাম আমরণ করিলেন অনশন
গাহি তাহাদের জয়গান।
বন্দে মাতরম ধ্বনি তাই দিকে দিকে শুনি
অরুণ প্রভাত আজি জাগে,
এক জাতি এক প্রাণ আজি গাহে জয়গান
উঠিছে অরুণ নব রাগে।
- আরও পড়ুন:
- প্রজাতন্ত্র দিবসের ছুটি নিয়ে কিছু কথা কবে থাকছে সরকারি ছুটি?
- প্রজাতন্ত্র দিবস সম্পর্কে দুটি বাক্য
- 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বক্তব্য ও ভাষণ
২৬ শে জানুয়ারি কবিতা
কবিতা – প্রজাতন্ত্রের প্রজা
লেখক – দীপক কুমার বেরা
বহু কষ্টে অর্জিত
সাধের একটা দিন
একটা মুক্তির দিন
26-শে জানুয়ারি,
সাধারণতন্ত্র দিবস,
“প্রজাতন্ত্র দিবস”।
ফুল, মালা আর পতাকা নিয়ে
ছেলেবেলায় করেছি প্রভাতফেরি।
মেঠো পথ হয়েছে সরগরম
আকাশ বাতাস মুখরিত মন্ত্র
বন্দেমাতরম,…বন্দেমাতরম।
মাঠ ঘাট পথ ছেড়ে আজ, প্রজাতন্ত্র!
তুমি রাজধানী দিল্লির রাজপথে
বিশাল “ইন্ডিয়া গেট” শোভিত
সুসজ্জিত ঐ প্রসস্ত সরণিতে।
একদিকে দেখি, কুচকাওয়াজরত
সামরিক, আধা-সামরিক বাহিনী,
রাজপথে বার্ষিক চলমান প্রদর্শনী,
রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রার প্রদর্শনী।
অন্যদিকে, রাজ্য থেকে আগত
সাংস্কৃতিক আলেখ্য, লোককৃষ্টি।
হে প্রজাতন্ত্র!… তোমাকে নিয়ে
কী রংবাহারি অপরূপ সৃষ্টি!
আমাদের দেশ ভারতবর্ষ বুদ্ধিমান
একই সঙ্গে শক্তিমান, সংস্কৃতিমান।
বাইরে আমরা বজ্রের মতো কঠিন
ভেতরে কুসুমের মতো কোমল মনটা,
আহা! কী অর্থবহ!… এই দ্বৈত সত্তা।
“প্রজাতন্ত্র দিবস” এর রাজকীয় প্রদর্শনী,
রাষ্ট্রের মহিমা প্রচারের কী নিপুণ প্রদর্শনী!
সাঁজোয়া গাড়ি এগিয়ে চলে…
এগিয়ে চলে… এগিয়ে চলে
দুশমনকে খতম করবে বলে!
আমরা অবাক বিস্ময় নিয়ে
সেইসব সুসজ্জিত ট্যাবলো দেখি,
আর হাততালি দিই………..
আর, দাসখত লিখে দিই!
“প্রজাতন্ত্র দিবস” এর সোনালী সকালে
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র,
ভারতবর্ষের… আমরা নাগরিকরা,
কী অদ্ভুত ভাবে,…কী সুনিপুনভাবে,
কতো অবলীলায়,… কেমন ভাবে যেন
সত্যিকারের “বাধ্য প্রজা” হয়ে যাই!!
প্রজাতন্ত্র দিবস কবিতা
কবিতা – মহান ২৬শে জানুয়ারী
লেখক – লক্ষ্মণ ভাণ্ডারী
সাধারণতন্ত্র দিবস আজিকে
মহান ২৬শে জানুয়ারী,
জাতীয় দিবসে আজিকে মোরা
তাঁদেরই স্মরণ করি।
ত্যাগী বীর সেই চিত্তরঞ্জন দাশ
জাতির জনক গান্ধীজী,
আজাদ বাহিনী করিল গঠন
বীর সুভাষ নেতাজী।
লালা লাজপত বাল গঙ্গাধর
ও বিপিনচন্দ্র পাল,
তাঁদের জয়গানে ভারতের সূর্য
আজিও হেরি লাল।
মাষ্টারদা সূর্যসেন তরুণ বিপ্লবী
বিনয় বাদল দিনেশ,
যাঁদের ত্যাগে ও প্রাণ বলিদানে
হইল স্বাধীন এদেশ।
বীর ক্ষুদিরাম হাসিতে হাসিতে
গলায় পরিলেন ফাঁসি,
আজিকে মোরা জানাই প্রণাম
মিলে সবে দেশবাসী।
দেশকে যাঁরা করিল স্বাধীন
প্রাণ দিল বলিদান,
ফাঁসির মঞ্চে প্রাণ দিল যাঁরা
গাহি তাদের জয়গান।
স্বদেশের তরে সকলে করিল
আমরণ রক্ত-সংগ্রাম,
৭৫তম প্রজাতন্ত্র দিবসে তাঁদের
জানাই সশ্রদ্ধ প্রণাম।
প্রজাতন্ত্র দিবসের কবিতা গুলো আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি পোষ্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।