শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও ছবি : গণেশ হলেন হিন্দুধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম। তিনি গণপতি, পিল্লাইয়ার বিঘ্নেশ্বর, যানইমুগতবন, বিনায়ক, গজপতি, একদন্ত ইত্যাদি নামেও পরিচিত। তিনি হলেন কার্যারম্ভের দেবতা, বিঘ্ন অপসারণকারী।
ব্রহ্মাণ্ড পুরাণ মতে, তাঁর উদরে সমগ্র জগৎসংসারের অবস্থান বলেই তিনি লম্বোদর। গণেশের হস্তসংখ্যা ও অস্ত্র নিয়ে নানা মতদ্বৈধ দেখা যায়। সচরাচর গণেশের চতুর্ভূজ মূর্তি অধিক পূজিত হলেও স্থানবিশেষে দ্বিভূজ থেকে ষড়ভূজ গণেশও দেখা যায়। গণেশের হাতে সাধারণভাবে পাশ-অঙ্কুশ, বরাভয় ও মোদকই দেখা যায়। তবে বাঙালি বিশ্বাসে গণেশ বিষ্ণুর মতো শঙ্খচক্রগদাপদ্মধারী।
গণেশ তাঁর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। কিন্তু তাঁর হাতির মাথাটিই তাঁকে সর্বাধিক পরিচিতি দান করেছে। গণেশকে বিঘ্ননাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা রূপে পূজা করা হয়। বিভিন্ন শুভকার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতেও তাঁর পূজা প্রচলিত আছে। অক্ষর ও জ্ঞানের দেবতা রূপে লেখার শুরুতেও গণেশকে আবাহন করা হয়।
শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা বার্তা
গণেশ চতুর্থীর মতো আনন্দময় হোক প্রতিটি দিন, সুন্দর হোক তোমার জীবন, রইল গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
গণেশ ঠাকুরের আশীর্বাদে,
তোমার মনের সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে থাকো।
এই কামনা নিয়ে তোমাকে
গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই।
সবাইকে সুন্দর ও বর্ণময় গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই। এই উৎসব আপনার জীবনে অনেক হাসি ও আনন্দ বয়ে আনুক…শুভ গণেশ চতুর্থী
জীবনের সকল দুঃখ ঘুচে যাক, দূর হোক সকল কষ্ট, ভগবান গণেশের কৃপায় জীবন হয়ে উঠুক বর্ণময়, জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
ভগবান আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিক, বয়ে আনুক অনেক আনন্দ। শুভ গণেশ চতুর্থী…
হে দেব গজানন বিঘ্ন বিনাশণ,
নমো প্রভু মহাকায় মহেশ নন্দন,
গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে সকলকে,
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
শুভ গনেশ চতুর্থী”
গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ গণেশ চতুর্থী
ভগবান গণেশের হাত সর্বদা আপনার মাথায় থাকুক, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন, গণেশ চতুর্থীর শুভ তিথিতে এই কামনাই করি, শুভ গণেশ চতুর্থী।
গণেশ ঠাকুরের আশীর্বাদে,
তোমার মনের সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে থাকো।
এই কামনা নিয়ে তোমাকে
গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই।
শুভ গণেশ চতুর্থী
আপনার দুঃখ কষ্ট চিন্তা দূর করতে,
আপনার জীবনে সুখ ও আনন্দ আনতে
ভগবান গণেশ সব সময় পাশে আছেন।
শুভ গণেশ চতুর্থী।
- আরও পড়ুন:
- 👉 গণেশ পূজার মন্ত্র বাংলা
- 👉 গনেশ পূজা পদ্ধতি, মন্ত্র, পূজার উপকরণ ও নিয়ম PDF
- 👉 গণেশ ঠাকুরের ছবি, ফটো, পিকচার hd
গণেশ চতুর্থীর শুভেচ্ছা বার্তা
আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক।
সিদ্ধিদাতার কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক।
গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা।
শুভ গণেশ চতুর্থী
গণপতি বাপ্পার আশীর্বাদে পূর্ণ হোক সকল আশা, শান্তি আসুক ঘরেতে, বৃদ্ধি পাক ভালবাসা। সুখ সমৃদ্ধি উপচে পড়ুক নজর যেন কারো না লাগে, সেই কারণে গণপতির পূজা কিন্তু করতে হবে সবার আগে।
শুভ গনেশ চতুর্থী
গণেশ চতুর্থীর এই পবিত্র উৎসবে, গণপতি বাপ্পার আশীর্বাদ থাকুক, আপনার ও আপনার পরিবারের ওপর। শুভ গণেশ চতুর্থী।
গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গলমূর্তি মোরিয়া” আপনার জীবনের সকল অভাব দুঃখ দূর করে দিন, তিনি সমস্ত সংকট মোচন করুন তিনি, শান্তি বিরাজ করুক আপনার সংসারে সর্বদাই। শুভ গনেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই
গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে সুখে থাকুক সকলে। এসো সবাই মনের দরজা খুলে, আনন্দে ভালোবাসায় দিন কাটাই। শুভ গণেশ চতুর্থী।
সিদ্ধিদাতা গণেশ তিনি সিদ্ধ জ্ঞানে ভরপুর,
যার আশীর্বাদে আপনার জীবনের দুঃখ হবে চুর চুর, সমস্ত দুঃখ ভূলে মেতে উঠবে তুমি,
তার সাথে হবে তুমি এই পুজোর প্রার্থী,
শান্তি আর ভালোবাসার মধ্যে দিয়ে জানাই
শুভ গনেশ চতুর্থী”
আপনি ও আপনার পরিবারকে জানাই শুভ গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আমার তরফ থেকে আপনার ও আপনার পরিবারের, সকলের জন্য রইল গণেশ চতুর্থীর শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা, গ্রহণ কোরো কিন্তু, শুভ গণেশ চতুর্থী
ভগবান আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিক, আপনার জীবনে শুভারম্ভ হোক। শুভ গণেশ চতুর্থী।
গণেশ চতুর্থীর এই উৎসব আপনার জীবনকে,
অনেকখানি আনন্দিত করে তুলুক,
আর হাসিতে ভরিয়ে তুলুক,
আপনার সমস্ত ব্যথা বেদনা কে।
শুভ গণেশ চতুর্থী”
শুভ গণেশ চতুর্থী স্ট্যাটাস
তোমার সকল স্বপ্ন সত্যি হোক, সকল আশা পূরণ হোক, সুখে জীবন ভরে যাক। জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
“গণেশ চতুর্থীর এই শুভ মুহূর্তে,
সকলকে জানাই রাশি রাশি ভালোবাসা,
শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ গণেশ চতুর্থী
সিদ্ধিদাতার আশীর্বাদে তোমার মনের সকল কামনা পূরণ হোক। তোমার জীবন ভরে উঠুক সুখে, শান্তিতে। এই কামনা করি।
ঈশ্বরের কাছে কামনা করি,
সিদ্ধিদাতার আশীর্বাদে আপনার জীবন,
ভরে উঠুক সুখ-সমৃদ্ধিতে।
শুভ গণেশ চতুর্থী
গণেশ ঠাকুরের আশীর্বাদে
তোমার জীবন সাফল্য আর
আনন্দে ভরে উঠুক।
শুভ গণেশ চতুর্থী
সিদ্ধিদাতা গণেশ হলেন এমনই দয়ালু,
ভক্তদের মাথায় থাকে তার হাতের তালু,
সর্বদা সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন,
যদি তার উপাসনায় সঁপে দাও প্রাণ মন।
এমনই এক শুভ মুহূর্তে,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ গনেশ চতুর্থী
আমার তরফ থেকে,
সবাইকে জানাই গণেশ চতুর্থীর,
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা।
শুভ গণেশ চতুর্থী”
এই গণেশ চতুর্থী আপনার জীবনে,
সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক।
এই আশা নিয়েই আপনাকে,
শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই,
সুন্দরভাবে কাটুক এই উৎসবের দিন।
শুভ গনেশ চতুর্থী”
গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ গণেশ চতুর্থী
ভক্তি গণেশ, শক্তি গনেশ, সিদ্ধি গণেশ, লক্ষ্মী গণেশ, প্রার্থনা করি এই গণেশ চতুর্থীর শুভক্ষণে তুমি শক্তি, সিদ্ধি, সমৃদ্ধি লাভ করো, যা আপনার জীবনকে আরো বেশি, সুন্দর ও মধুময় করে তুলবে। শুভ গণেশ চতুর্থী”
শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা ছবি
আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে, সিদ্ধিদাতা গণেশ আপনার জীবনকে করে তুলুক, আরো বেশি প্রসিদ্ধ। জীবনে হোক শুভ আরম্ভ, যে শুরুটা তোমার জীবনকে অনেক খানি, পরিবর্তিত করে দেবে। শুভ গনেশ চতুর্থী
খুশির আলোয় সেজে উঠুক সমগ্র এই বিশ্ব, গণেশ চতুর্থীর দিনটি উদযাপন করো কখনো হবে না নিঃস্ব। তার আশীর্বাদ সবসময় থাকবে তোমার মাথার পরে, মনে প্রানে পূজা করো সিদ্ধিদাতাকে, সব দুঃখ যাবে সরে। শুভ গনেশ চতুর্থী”
গণেশ চতুর্থীর এই সুন্দর উৎসবের,
বর্ণময় তিথি যার রং গুলি আপনার জীবনের,
প্রতিটি মুহূর্তকে রঙিন করে তুলুক,
উজ্জ্বল করে তুলুক।
শুভ গনেশ চতুর্থী”
গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে,
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে আনন্দে,
ভালোবাসার আজকের এই দিনটি কাটাই।
শুভ গনেশ চতুর্থী
আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
গণেশ চতুর্থীর শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালোবাসা ও শুভ কামনা।
শুভ গণেশ চতুর্থী
এই শুভ উৎসবে আনন্দময় হোক,
তোমার প্রতিটি দিন,
সুন্দর হোক তোমার জীবন।
পূরণ হোক মনের সমস্ত চাওয়া পাওয়া,
পূরণ হোক তোমার সমস্ত বড় স্বপ্ন।
শুভ গনেশ চতুর্থী”
গণেশ চতুর্থীর মতোই আনন্দময়
হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
শুভ গণেশ চতুর্থী
আপনার যত স্বপ্ন আছে সবগুলোই সত্যি হোক, মনের যত আশা আছে সবগুলোই পূরণ হোক, দুঃখগুলো যা আছে সবগুলোই দূরে যাক, সব রকম সুখ দিয়ে জীবন আপনার ভরে যাক। জীবনে আসুক সকল শান্তি ধন্য হও তুমি, গণেশ চতুর্থীর শুভেচ্ছা নিও, পাঠালাম যে আমি।
শুভ গনেশ চতুর্থী”
গণেশ চতুর্থীর এই শুভ মুহূর্তে
সকলকে জানাই
অনেক অনেক শুভেচ্ছা…
কামনা করি গণেশ ঠাকুরের আশীর্বাদে
সবার জীবন আনন্দে ভরে উঠুক।
শুভ গণেশ চতুর্থী
ভগবান গণেশের হাত
সর্বদা আপনার মাথায় থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ গণেশ চতুর্থী
শুভ গণেশ চতুর্থী ক্যাপশন
স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
গণেশ চতুর্থীর শুভেচ্ছা
তোমার জন্য…
প্রভু শ্রী গণেশের আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়, গণেশ চতুর্থীর পূণ্য-পাবনে সবাইকে শুভেচ্ছা জানাই
দুঃখ গুলো ভুলে গিয়ে
গণেশ চতুর্থীর আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে জন্মাষ্ঠমীর
শুভেচ্ছা ও অভিনন্দন।
গণপতি বাপ্পা আপনার,
সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন,
সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে,
তুলুক আপনার পরিবার।
শুভ গণেশ চতুর্থী
গণেশ ঠাকুরের আশীর্বাদে
তোমার জীবনে চির সুখ ও শান্তি আসুক,
এবং সাফল্যের সব রাস্তা
তোমার জন্য খুলে যাক।
শুভ গণেশ চতুর্থী
ভগবান শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি বাপ্পা,
সকলকে জ্ঞান সমৃদ্ধি ও সৌভাগ্যের,
আশীর্বাদ প্রদান করুক, এই কামনাই করি,
গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন,
শুভ গণেশ চতুর্থী
এই গণেশ চতুর্থীতে,
গণেশ ঠাকুরের আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ-শান্তি
এবং আনন্দে পরিপূর্ণ থাকুক…
শুভ গণেশ চতুর্থী
শুভ গণেশ চতুর্থীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক
খুশি ও আনন্দে
এই উৎসবের দিনে,
গণেশ ঠাকুর তোমার জীবনকে
আনন্দে ভরে তুলুক,
তোমার মনে শান্তির সঞ্চার হোক।
শুভ গণেশ চতুর্থী
গণেশ চতুর্থী নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিষণ্ণতা আর দুঃখ।
শুভ গণেশ চতুর্থী
শুভ গণেশ পূজার শুভেচ্ছা বার্তা
এই গণেশ চতুর্থী তোমার জীবনে
অনেক সুখ নিয়ে আসুক,
সকল কাছের মানুষ
এবং পরিজনদের সাথে
এই দিনটি উদযাপন করো,
তোমার জীবন ও মন
ভালোবাসায় ভরে উঠুক।
শুভ গণেশ চতুর্থী
এই গণেশ চতুর্থী আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক,
এই আশা নিয়েই আপনাকে
শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাচ্ছি।
গণেশ ঠাকুরের আশীর্বাদে
আমাদের জীবনের
সমস্ত পাপ এবং বাধা
ধ্বংস হয়ে যাক।
শুভ গণেশ চতুর্থী
আমার তরফ থেকে আপনাকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণেশ চতুর্থীর দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন। শুভ গণেশ চতুর্থী
গণেশ চতুর্থীর এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক উষ্ণ শুভেচ্ছা তোমাকে…
কামনা করি গণেশ ঠাকুর
যেন তোমার জীবনে তাঁর
আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ গণেশ চতুর্থী
সকল শুভ কাজে প্রথম পূজা তোমার,
তোমাকে ছাড়া সব কাজ অসম্পূর্ণ,
কৃপা করো প্রভু…
তোমার আশীর্বাব্দে সূখে আসুক সবার ঘরে।
শুভ গণেশ চতুর্থী
ভক্তি গণেশ, শক্তি গণেশ,
সিদ্ধি গণেশ, লক্ষী-গণেশ..
প্রার্থনা করি এই গণেশ চতুর্থীর
শুভক্ষণে তুমি শক্তি, সিদ্ধি,
সমৃদ্ধি লাভ করো…
শুভ গণেশ চতুর্থী
পৃথিবী মুক্ত হোক এই মহামারী থেকে,
আশীর্বাদ করো হে বিঘ্ন বিনাশক…
সুস্থ্য থাকুক সকলে
এই প্রার্থনা করি তোমার কাছে….
শুভ গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা
গণেশ ঠাকুর যেন তোমার
সকল চিন্তা দূর করেন,
এবং তোমার জীবন
আনন্দে ভরে তোলেন…
শুভ গণেশ চতুর্থী
উৎসবের এই সন্ধিক্ষণে আপনার,
দুঃখ-কষ্ট চিন্তা দূর করতে,
আপনার জীবনের সুখ আনন্দ আনতে,
মর্ত্যে আসছেন ভগবান গণেশ,
যিনি সব সময় আপনার পাশে আছেন।
শুভ গনেশ চতুর্থী”
শুভ গণেশ চতুর্থী ২০২৩ শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও ছবি: গণেশ পূজার শুভেচ্ছা বার্তা ও ছবি গুলো আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।