আপনি কি গণেশ ঠাকুরের ছবি, ফটো, পিকচার HD অথবা শুভ গণেশ চতুর্থী ছবি ডাউনলোড করতে চাইছেন অথচ ভালো কোয়ালিটির গনেশ পূজার ছবি অনলাইনে কোথাও পাচ্ছেন না। আর চিন্তা করবেন না আপনি একদম সঠিক জায়গায় উপস্থিত হয়েছেন। এই নিবন্ধে আপনার সঙ্গে ১০ বাছাই করা গনেশ ঠাকুরের ফটো শেয়ার করছি আশাকরি করি আপনার ফটো গুলো খুবই ভালো লাগবে।
গণেশজি হলেন এক মহাশক্তি ও সাফল্যের দেবতা। তিনি মানুষের জাগতিক ও পারমার্থিক পথের বাধা ও বিপত্তিনাশক। অহংকার, স্বার্থপরতা ও গর্ববোধের বিনাশক।
পার্বতীপুত্র শিক্ষা, জ্ঞান, মেধা, প্রবল ইচ্ছাশক্তি, বুদ্ধি, সাহিত্য, কাব্যরস, কলা, স্থাপত্যশিল্প ও সম্পদের দেবতাও বটে। আরাধনায় প্রসন্ন হলে গণেশ এসবই উপাসককে দান করেন অকাতরে। পাঁচজন প্রধান দেবতার মধ্যে অন্যতম বলা হয় গণেশকে।
গণেশ ঠাকুরের ছবি
গণেশ চতুর্থীর মতো আনন্দময় হোক প্রতিটি দিন, সুন্দর হোক তোমার জীবন, রইল গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
গণেশ ঠাকুরের আশীর্বাদে,
তোমার মনের সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে থাকো।
এই কামনা নিয়ে তোমাকে
গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই।
সবাইকে সুন্দর ও বর্ণময় গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই। এই উৎসব আপনার জীবনে অনেক হাসি ও আনন্দ বয়ে আনুক…
শুভ গণেশ চতুর্থী
জীবনের সকল দুঃখ ঘুচে যাক, দূর হোক সকল কষ্ট, ভগবান গণেশের কৃপায় জীবন হয়ে উঠুক বর্ণময়, জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
- আরও পড়ুন:
- 👉 Happy Ganesh Chaturthi Wishes in Bengali
- 👉 গনেশ পূজা পদ্ধতি, মন্ত্র, পূজার উপকরণ ও নিয়ম PDF
- 👉 শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস
- 👉 গণেশ পূজার মন্ত্র বাংলা
ভগবান আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিক, বয়ে আনুক অনেক আনন্দ ।
শুভ গণেশ চতুর্থী…
গণেশ ঠাকুরের ফটো
হে দেব গজানন বিঘ্ন বিনাশণ,
নমো প্রভু মহাকায় মহেশ নন্দন,
গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে সকলকে,
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
শুভ গনেশ চতুর্থী”
গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ গণেশ চতুর্থী
ভগবান গণেশের হাত সর্বদা আপনার মাথায় থাকুক, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন, গণেশ চতুর্থীর শুভ তিথিতে এই কামনাই করি, শুভ গণেশ চতুর্থী।
গণেশ ঠাকুরের পিকচার
গণেশ ঠাকুরের আশীর্বাদে,
তোমার মনের সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে থাকো।
এই কামনা নিয়ে তোমাকে
গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই।
শুভ গণেশ চতুর্থী
আপনার দুঃখ কষ্ট চিন্তা দূর করতে,
আপনার জীবনে সুখ ও আনন্দ আনতে
ভগবান গণেশ সব সময় পাশে আছেন।
শুভ গণেশ চতুর্থী।
আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক।
সিদ্ধিদাতার কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক।
গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা।
শুভ গণেশ চতুর্থী
গণপতি বাপ্পার আশীর্বাদে পূর্ণ হোক সকল আশা, শান্তি আসুক ঘরেতে, বৃদ্ধি পাক ভালবাসা। সুখ সমৃদ্ধি উপচে পড়ুক নজর যেন কারো না লাগে, সেই কারণে গণপতির পূজা কিন্তু করতে হবে সবার আগে।
শুভ গনেশ চতুর্থী
শুভ গণেশ চতুর্থী ছবি
গণেশ চতুর্থীর এই পবিত্র উৎসবে, গণপতি বাপ্পার আশীর্বাদ থাকুক, আপনার ও আপনার পরিবারের ওপর। শুভ গণেশ চতুর্থী।
গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গলমূর্তি মোরিয়া”
আপনার জীবনের সকল অভাব দুঃখ দূর করে দিন, তিনি সমস্ত সংকট মোচন করুন তিনি,
শান্তি বিরাজ করুক আপনার সংসারে সর্বদাই। শুভ গনেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই
গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে সুখে থাকুক সকলে। এসো সবাই মনের দরজা খুলে, আনন্দে ভালোবাসায় দিন কাটাই। শুভ গণেশ চতুর্থী।
সিদ্ধিদাতা গণেশ তিনি সিদ্ধ জ্ঞানে ভরপুর,
যার আশীর্বাদে আপনার জীবনের দুঃখ হবে চুর চুর, সমস্ত দুঃখ ভূলে মেতে উঠবে তুমি,
তার সাথে হবে তুমি এই পুজোর প্রার্থী,
শান্তি আর ভালোবাসার মধ্যে দিয়ে জানাই
শুভ গনেশ চতুর্থী”
গণেশ ঠাকুরের ছবি hd ডাউনলোড
আপনি ও আপনার পরিবারকে জানাই শুভ গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আমার তরফ থেকে আপনার ও আপনার পরিবারের, সকলের জন্য রইল গণেশ চতুর্থীর শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা, গ্রহণ কোরো কিন্তু, শুভ গণেশ চতুর্থী
ভগবান আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে দিক, আপনার জীবনে শুভারম্ভ হোক। শুভ গণেশ চতুর্থী।
গণেশ চতুর্থীর এই উৎসব আপনার জীবনকে,
অনেকখানি আনন্দিত করে তুলুক,
আর হাসিতে ভরিয়ে তুলুক,
আপনার সমস্ত ব্যথা বেদনা কে।
শুভ গণেশ চতুর্থী”
হিন্দু শাস্ত্র অনুসারে, সুখ-সমৃদ্ধির দেবতা শ্রী গণেশের জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। তাই প্রতি বছর এই সময় মহা ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। দশ দিন ধরে চলা গণেশোৎসব শুরু হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এবং শেষ হয় অনন্ত চতুর্দশীতে।
গণেশ ঠাকুরের ছবি, ফটো, পিকচার hd | শুভ গণেশ চতুর্থী ছবি : গুলো আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।