দূর্গা পূজা ২০২৩ বাংলা কত তারিখ, সময়সূচী ও কি বার পড়েছে, মা দূর্গা এবার কিসে আসছে, দূর্গা পূজা আর কতদিন বাকি এই নিবন্ধে আপনার সঙ্গে দূর্গা পূজা সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরবো।
দুর্গা পুজো প্রত্যেক বাঙালির কাছে একটা আলাদা আবেগ ও অনুভূতি। সারা বছর ধরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দেবী দুর্গার আগমনের। দুর্গা পূজা বা দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজা কে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গা পূজা সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পালন করা হয়।
মা দূর্গা শক্তির দেবী। তিনি আদ্যাশক্তি মহামায়া। তিনি মহাজাগতিক শক্তির অধিশ্বরী। তিনি দুর্গতি নাশ করেন বলে তাঁকে দূর্গা বলা হয়। আবার তিনি দুর্গম নামক অসুরকে নাশ করেছেন। এজন্য তাঁর নাম দুর্গা।
দূর্গা পূজা ২০২৩ বাংলা কত তারিখ
বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী, দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট- এবার মহালয়া পড়েছে আগামী ১৪ই অক্টোবর, ২৬ শ্রাবণ। মহাষষ্ঠী পড়ছে আগামী ২০ই অক্টোবর, ২ কার্ত্তিক, শুক্রবার। মহাসপ্তমী পড়ছে আগামী ২১ই অক্টোবর, ৩ কার্ত্তিক, শনিবার। মহাষ্টমী পড়ছে আগামী ২২ই অক্টোবর, ৪ কার্ত্তিক, রবিবার। সন্ধিপুজো সন্ধ্যা ৪.৫৪-তে শুরু এবং শেষ রাত ৫:৪২-এর মধ্যে।
2023 সালের দূর্গা পূজা পূজার সময়সূচী
এবছর মহালয়া- ১৪ অক্টোবর। এদিন পিতৃপক্ষের অবসান ঘটে। দেবীপক্ষের সূচনা হয় সেদিন থেকেই। মহালয়ার পরের দিন ১৫ই অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি শুরু হয়।
মহালয়া | শনিবার | ১৪ অক্টোবর, ২০২৩ |
মহা পঞ্চমী | বৃহস্পতিবার | ১৯ অক্টোবর, ২০২৩ |
মহাষষ্ঠী | শুক্রবার | ২০ অক্টোবর, ২০২৩ |
মহাসপ্তমী | শনিবার | ২১ অক্টোবর, ২০২৩ |
মহাঅষ্টমী | রবিবার | ২২ অক্টোবর, ২৩২৩ |
মহানবমী | সোমবার | ২৩ অক্টোবর, ২০২৩ |
বিজয়া দশমী | মঙ্গলবার | ২৪ অক্টোবর, ২০২৩ |
মা দূর্গা এবার কিসে আসছে ২০২৩
প্রথা অনুযায়ী, প্রতি বছর দুর্গার আগমন ও গমন হয় আলাদা আলাদা বাহনে চড়ে। তাই নিয়ম অনুসারে, পঞ্জিকা মতে এ বছর দশভুজার আগমন ও গমন দুই-ই ঘোটকে বা ঘোড়ায়।
দূর্গা পূজা আর কতদিন বাকি 2023
প্রায় এক বছর পর মা দুর্গা আসেন মর্তলোকে এবং মাত্র কয়েক দিন পরে আবার চলে যান কৈলাসে। প্রতিবছর এই কটা দিনের জন্য মানুষ অপেক্ষা করে থাকে ৩৬৫ দিন ধরে। দুর্গাপূজার পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কবে? বাঙালির নানা রকম আবেগ জড়িয়ে থাকে এই দুর্গা পূজাকে ঘিরে।
মায়ের পুজোর আর মাত্র ২৭ দিন বাকি, এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, ২৬ শ্রাবণ। মহা পঞ্চমী বৃহস্পতিবার ১৯ অক্টোবর, ২০২৩, মহাষষ্ঠী পড়ছে ২০ অক্টোবর, ২ কার্ত্তিক, শুক্রবার। মহাসপ্তমী পড়ছে ২১ অক্টোবর, ৩ কার্ত্তিক, শনিবার। মহাষ্টমী পড়ছে ২২ অক্টোবর, ৪ কার্ত্তিক, রবিবার। মহানবমী- ২৩ অক্টোবর, ২০২৩, সোমবার, বিজয়া দশমী- ২৪ অক্টোবর, ২০২৩, মঙ্গলবার।
2023 সালের দূর্গা পূজা কবে
এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, ২৬ আশ্বিণ।
দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-
মহা পঞ্চমী বৃহস্পতিবার ১৯ অক্টোবর, ২০২৩
মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী – ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)
মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
সন্ধি পূজার সময় 2023
বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী, দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট- এবার মহালয়া পড়েছে আগামী ১৪ অক্টোবর, ২৬ শ্রাবণ। মহাষষ্ঠী পড়ছে আগামী ২০ অক্টোবর, ২ কার্ত্তিক, শুক্রবার। মহাসপ্তমী পড়ছে আগামী ২১ অক্টোবর, ৩ কার্ত্তিক, শনিবার। মহাষ্টমী পড়ছে আগামী ২২ অক্টোবর, ৪ কার্ত্তিক, রবিবার। সন্ধিপুজো সন্ধ্যা ৪.৫৪-তে শুরু। শেষ রাত ৫:৪২-এর মধ্যে।
দেবী দুর্গার দশ হাত। তাঁর দশ হাত বলেই তাঁকে দশভুজা বলা হয়। তাঁর দশটি হাত ও তিনটি চোখ রয়েছে। এজন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। তাঁর বাম চোখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং কপালের উপর অবস্থিত চোখকে জ্ঞান চোখ বলা হয়।
হাতে দশটি অস্ত্র রয়েছে যা শক্তির প্রতীক। সবচেয়ে শক্তিধর প্রাণী সিংহ তাঁর বাহন। দেবী হিসেবে দুর্গার গায়ের রং অতসী ফুলের মতো সোনালী হলুদ। তিনি তাঁর দশ হাত দিয়ে দশ দিক থেকে অকল্যাণ দূর করেন এবং আমাদের কল্যাণ করেন। দেবী দুর্গার ডানদিকের পাঁচ হাতের অস্ত্রগুলো যথাক্রমে ত্রিশূল, খড়গ, চক্র, বাণ ও শক্তি নামক অস্ত্র। বামদিকের পাঁচ হাতের অস্ত্রগুলো যথাক্রমে শঙ্খ, ঢাল, ঘণ্টা, অঙ্কুশ ও পাশ। এ সকল অস্ত্র দেবী দুর্গার অসীম শক্তি ও গুণের প্রতীক।
FAQs About Durga Puja 2023
2023 সালের দূর্গা পূজা কবে?
মহালয়া শনিবার ১৪ অক্টোবর, ২০২৩মহা পঞ্চমী বৃহস্পতিবার ১৯ অক্টোবর, ২০২৩মহাষষ্ঠী- ২০ অক্টোবর, ২০২৩, শুক্রবারমহাসপ্তমী- ২১ অক্টোবর, ২০২৩, শনিবারমহাঅষ্টমী – ২২ অক্টোবর, ২৩২৩, রবিবারমহানবমী- ২৩ অক্টোবর, ২০২৩, সোমবারবিজয়া দশমী- ২৪ অক্টোবর, ২০২৩, মঙ্গলবার
মা দূর্গা এবার কিসে আসছে ২০২৩?
প্রথা অনুযায়ী, প্রতি বছর দুর্গার আগমন ও গমন হয় আলাদা আলাদা বাহনে চড়ে। তাই নিয়ম অনুসারে, পঞ্জিকা মতে এ বছর দশভুজার আগমন ও গমন দুই-ই ঘোটকে বা ঘোড়ায়।
দূর্গা পূজা আর কতদিন বাকি 2023?
মায়ের পুজোর আর মাত্র ২৭ দিন বাকি, এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, ২৬ শ্রাবণ। মহা পঞ্চমী বৃহস্পতিবার ১৯ অক্টোবর, ২০২৩, মহাষষ্ঠী পড়ছে ২০ অক্টোবর, ২ কার্ত্তিক, শুক্রবার। মহাসপ্তমী পড়ছে ২১ অক্টোবর, ৩ কার্ত্তিক, শনিবার। মহাষ্টমী পড়ছে ২২ অক্টোবর, ৪ কার্ত্তিক, রবিবার। মহানবমী- ২৩ অক্টোবর, ২০২৩, সোমবার, বিজয়া দশমী- ২৪ অক্টোবর, ২০২৩, মঙ্গলবার।