বাজলো তোমার আলোর বেণু লিরিক্স : Bajlo Tomar Alor Benu Lyrics in Bengali একটি দুর্গা পূজার আগমনি গান, গানটি গেয়েছেন দেবলীনা নন্দী, গানের গীতিকার বাণীকুমার। সঙ্গীত পরিচালনা করেছেন পঙ্কজ কুমার মল্লিক। দুর্গা পূজার আগমনি গানের অ্যালবাম থেকে গান টি নেওয়া হয়েছে। সঙ্গীত লেবেল: সারেগামা ইন্ডিয়া লিমিটেড গানটি মুক্তি পেয়েছিল ২১ সেপ্টেম্বর ২০১৭ সালে।
দুর্গাপূজা বাঙালির কাছে এক বিশাল আবেগ ও ভালোবাসা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে দুর্গোৎসব হলো অন্যতম উৎসব আর এই উৎসব কে কেন্দ্র করেই বাংলার প্রতিটি মানুষ যেমন সেজে ওঠে, ঠিক তেমনি প্রতি বছর পুজোর সময় নানান ধরনের পুজোর গান তৈরী করে থাকে বিভিন্ন গায়ক, গায়িকারা। বাজলো তোমার আলোর বেণু লিরিক্স এই গানটিও দুর্গা পুজো কে কেন্দ্র করে লেখা।
বাজলো তোমার আলোর বেণু লিরিক্স
গান | বাজলো তোমার আলোর বেণু |
গায়ক/গায়িকা | দেবলীনা নন্দী |
গানের গীতিকার | বাণীকুমার |
সঙ্গীত পরিচালনা | পঙ্কজ কুমার মল্লিক |
অ্যালবাম | দুর্গা পূজার আগমনি গান |
সঙ্গীত লেবেল | সারেগামা ইন্ডিয়া লিমিটেড |
মুক্তি | ২১ সেপ্টেম্বর ২০১৭ |
বাজলো তোমার আলোর বেণু,
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু
আজ প্রভাতে,
সে সুরও শুনে খুলে দিনু মন।
বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু,
অন্তরে যার লুকিয়ে রাজে
অরুণ-বীণায় সে সুর বাজে
সেই আনন্দ’যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ।
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
আজ সমীরণ আলোয় পাগল
নবীনও সুরেরও লীলায়,
আজ শরতে আকাশবীণায়
গানের মালা বিলায়।
তোমায় হারা জীবনও মম
তোমারই আলোয় নিরুপম
ভোরেরও পাখি ওঠে গাহি
তোমারই বন্দন।
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
বাজলো, তোমার, আলোর বেণু
- আরও পড়ুন:
- 👉 Happy Durga Puja Wishes, Quotes in Bengali
Bajlo Tomar Alor Benu Lyrics in Bengali
Bajlo tomar alor benu
Matlo re bhuban
Bajlo tomar alor benu
Aaj provate
Se sure o sune khule dinu mon
Bajlo bajlo
Bajlo tomar alor benu
Antore jar lukiye raje
Arun binay se sur baje
Sei anondo jogge sobar modhur amontron
Matlo re bhuban
Bajlo tomar alor benu
Aaj somikoron aloy pagol
Nobin o surer o lilay
Aaj sorote akash binay
Ganer mala bilay
Tomay hara jibon o momo
Tomar e aloy nirupam
Vorer o pakhi othe gahi
Tomar e bondona
Matlo re bhuban
Bajlo tomar alor benu
Bajlo tomar alor benu
বাজলো তোমার আলোর বেণু কার লেখা
বাজলো তোমার আলোর বেনু গানটি গেয়েছেন দেবলীনা নন্দী মিউজিক রিক্রিয়েট করেছেন অর্ঘ্য পল্লব। মূলত এই গানটি গেয়েছেন সুপ্রীতি ঘোষ, সঙ্গীত পরিচালনা করেছেন পঙ্কজ কুমার মল্লিক।
বাজলো তোমার আলোর বেণু লিরিক্স : মহালয়ার এই গানটি আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।