WhatsApp Channel
Follow Now
Telegram Group
Follow Now
Subho Maha Panchami Wishes and Images in Bengali : বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। পুজো মানেই পাঁচ দিন অঢেল আনন্দ। যদিও ইদানীং পুজো আর মাত্র পাঁচ দিন নয়। এখন উৎসব শুরু হয়ে যায় প্রায় মহালয়া থেকেই। পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় তারও আগে থেকে।
মহালয়া পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনার আমেজই আলাদা এদিন। এদিন ভোরবেলা গঙ্গারঘাটে কিংবা কোনও জলাশয়ের ঘাটে পিতৃপুরুষদের স্মরণে তর্পণ করার রীতি।
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা হয় শরৎকালে। তাই এর নাম শারদীয় দুর্গোৎসব। শাস্ত্রমতে, এই সময় দেবী দুর্গা মর্ত্যে আসেন, দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে তাঁর বিদায় ঘটে।
Subho Maha Panchami Wishes in Bengali
দূরে ওই শোনা যায় আগমনীর সুর,
কাশফুলে হাওয়া লাগে শোনা যায় বাজছে মায়ের নুপুর। শুভ মহাপঞ্চমী
শরৎ মেঘে ভাসলো ভেলা
কাশ ফুলেতে লাগলো দোলা,
ঢাকের উপর পড়ুক কাঠি
পুজো কাটুক ফাটাফাটি !
মহা পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা
মহা পঞ্চমীর এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক ও উষ্ণ
শুভেচ্ছা তোমার জন্য রইলো…
কামনা করি দুর্গা মা
যেন তোমার জীবনে তাঁর
আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ মহা পঞ্চমীর শুভেচ্ছা
ঘাসের ওপর হিমের পরশ সবার মনে জাগে,
চারিপাশে আজ সবকিছুতে নতুন নতুন লাগে,
মা আসছেন খবর পেয়ে, বনের পাখি উঠলো গেয়ে, শিশির ভেজা নতুন সকাল দাও তুলে দাও আনন্দের পাল। শুভ মহা পঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে!!
শুভ মহা পঞ্চমী
মা দুর্গার আগমনে পৃথিবী থেকে,
সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে যাক,
যে যেখানে আছে সবাই খুবই ভালো থাক।
শুভ মহা পঞ্চমী
দেবী দুর্গার আগমনে তোমার জীবন,
হয়ে উঠুক খুব সুন্দর। দুর্গাপূজার এই কটা দিন খুবই আনন্দে কাটুক, তোমার পরিবার পরিজনদের সাথে উপভোগ করো এই দুর্গোৎসব। শুভ মহা পঞ্চমীর শুভেচ্ছা
ঢাকের আওয়াজ দেয় কুর-কুর
শোনা যায় ওই আগমনী সুর
মায়ের এবার আসার পালা
শুরু হলো মজার খেলা
তাই নিয়ে এই সুখী মন
জানাই আগাম অভিনন্দন !
শুভ মহা পঞ্চমী
- আরও পড়ুন:
- 👉 ১০ টি সেরা দূর্গা পূজার কবিতা
- 👉 দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা, ক্যাপশন, স্ট্যাটাস ও ছবি
- 👉 শুভ মহা পঞ্চমী শুভেচ্ছা বার্তা, ক্যাপশন ও ছবি
Subho Maha Panchami Images
দুঃখ গুলো ভুলে গিয়ে
দুর্গা পূজার আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে মহা পঞ্চমীর
শুভেচ্ছা ও অভিনন্দন।
ঢাকের আওয়াজ জানিয়ে দেয় যে,
আগমনীর সুর বেজে উঠেছে,
মা চলে এসেছেন নিজের বাপের বাড়ি।
শুরু হয়েছে মজা ও আনন্দ,
সকলের ঘরে ঘরে আজ উৎসবের ছন্দ।
তাই তোমাকে জানাই শুভ মহাপঞ্চমীর,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন
মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে,
আনন্দ আসুক সবার ঘরে,
ভালোবাসায় ভরে উঠুক জীবন…
শুভ মহা পঞ্চমী
বাজলো তোমার আলোর বেণু,
মাতল রে ভুবন,”
তোমাকে জানাই আগাম শুভ মহা পঞ্চমীর,
প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
তুমি যে অসুরদলনী তুমি যে মহামায়া,
তুমি হলে পাপের বিনাশক,
তুমি আমাদের ছায়া,
তোমার আগমনে ধন্য হোক এই যে ধরণী,
সবার জীবন ভরিয়ে দাও প্রার্থনা করি।
শুভ মহাপঞ্চমী
বাজলো সূর ঢাকের তালে
মা এসেছেন শরৎকালে,
ভেজা তুলোর মেঘের ভেলা
কাটছে সময়, কাটছে বেলা।
ভাবনা চিন্তা না করে
মাকে নাও আপন করে !!
শুভ মহা পঞ্চমী
ওঠো ওঠো সাজো সাজো, মা এসেছেন দরজাতে, খুশির আলো ছড়িয়ে গেল উৎসবের এই প্রভাতে, নাও ভরে নাও আনন্দের সুর বক্ষেতে তোমার, মহা পঞ্চমীর পুণ্য প্রভাতে মঙ্গল হোক সবার। শুভ মহাপঞ্চমী
হিমের পরশ মনে জাগে
সবকিছু আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে
বনের পাখি উঠলো জেগে,
শিশির ভেজা নতুন ভোরে
মা এসেছে মর্তলোকে !!
শুভ মহা পঞ্চমী
Subho Maha Panchami is Bengali
আকাশ বাতাস সেজেছে আজ নতুন নতুন রঙে, উৎসবে মেতে ওঠো নিজের আপন ঢঙে,
মা এসেছেন বরণ কর নাও যে তুলে ঘরে,
মহা পঞ্চমীর শুভেচ্ছা পাঠালাম,
তোমার পরিবারের সকলের তরে।
শুভ মহাপঞ্চমী
দেবীর আগমনে তোমার
জীবন হয়ে উঠুক সুন্দর…
দূর্গা পুজোর কটা দিন
সবাই আনন্দে থাকুক।
শুভ মহা পঞ্চমী
কুমোরটুলি ব্যস্ত আজ তৈরি করতে মাকে,
শুনতে কি পাও তুমি মহাপঞ্চমী ডাকে,
প্যান্ডেল আজ হল সারা মুখরিত হলো সকল পাড়া, মহা পঞ্চমীর শুভেচ্ছা যে তোমাকে জানাই।
তুমি অসুরদলনী, তুমি মহামায়া,
তুমি পাপের বিনাশক,
তুমিই আমাদের দাও ছায়া…
তোমার আগমনে শুদ্ধ হোক এ ধরণী।
শুভ মহা পঞ্চমীর শুভেচ্ছা
শারদ বেলায় হিমের হাওয়া,
ভুলেছি আজ নাওয়া খাওয়া,
উৎসব আজ আনন্দ তাই মনে যে ধরে না,
উৎসবেতে গা ভাসাও কোরোনা কারো মানা,
শুভ মহাপঞ্চমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন পোশাক নতুন শাড়ি, ঘরকে সাজাও তাড়াতাড়ি আসছেন মা তোমার বাড়ি। শুভ মহা পঞ্চমী
শুভ মহাপঞ্চমীর এই শুভ দিনে, তোমার জীবনের সকল অন্ধকার কেটে গিয়ে,
নতুন সফলতার আলোয় ভরে উঠুক,
আবার নতুন করে সূচনা করো,
যা কিছু হারিয়েছো ফিরে পাও আবার,
এই কামনাই করি। শুভ মহা পঞ্চমীর শুভেচ্ছা ও শুভকামনা
উৎসবের আমেজে তাড়াতাড়ি উঠি,
ওই শোনো, শোনা যায় ঢাকে পড়লো কাঠি,
শিউলি ফুলের গন্ধে সুবাসিত চারিদিক,
তোমার যত দুঃখ আছে মা মহামায়া সব কিছু নিয়ে নিক। শুভ মহাপঞ্চমী
Suvo Panchami Image
আকাশ পরে মেঘের ভেলা করছে দেখো কেমন খেলা, সূর্য হাসে নীল আকাশে পুজোর গন্ধ আকাশে বাতাসে, শস্যে ভরা ধানের ক্ষেতে, পশুপাখি আজ উঠল মেতে,
তুমিও ওঠো দুঃখ ভুলে মাতো আনন্দে,
উৎসব যে শুরু হলো আজ নতুন ছন্দে,
শুভ মহা পঞ্চমীর শুভেচ্ছা ও শুভকামনা।
সমস্ত ব্যস্ততা ফেলে রেখে মহাপঞ্চমীর আনন্দে, মেতে ওঠো তুমি ও তোমার পরিবারের সকল সদস্যগণ। শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা ও শুভকামনা
মহা পঞ্চমীর এই শুভ দিনে,
সকলকে জানাই আমার তরফ থেকে,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
সকলের দুর্গোৎসব যেন খুবই ভালো কাটে,
আগামী দিনের পরিকল্পনা সফল হোক।
শুভ মহা পঞ্চমী
শরৎকালের রোদের ঝিলিক
শিউলি ফুলের গন্ধ,
মা এসেছে ঘরে তাই
মনে অনেক আনন্দ !!
হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে।
আসছে বছর আবার হবে
গত বছর বলেছিলে,
তাইতো আবার মা দিয়েছে সারা
খুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা
শরত সকাল হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া
কাশফুল আর ঢাকের তালে
শিউলি নাচে ডালে ডালে
মা আসছেন বছর ঘুরে
পুজোর হাওয়া তাই জগত জুড়ে
কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন এবার পূজোয় মাগো যেন আনন্দেতে থাকি। হ্যাপি দুর্গা পূজা
Subho Panchami in Bengali
আজ দূর্গা রূপে এসেছে মা ঘরে
গ্রাম থেকে শহরে সুখের অমৃত ঝরে,
মহা সপ্তমী তে দেবী মহামায়া
মায়াতে মোহিত আজ সারা দুনিয়া
এই দুর্গাপুজোয় আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে যাক, আলোয় ঝলমলে হয়ে উঠুক। শুভ শারদীয়া
ঢ্যাংকুরাকুর কুর আসলো আবার দুর্গা ঠাকুর বাজলো ঢোল, ফুটলো কাশ আবার হবে ধুনুচি নাচ বন্ধু বান্ধব সবাই মিলে নাচবো আবার ঢাকের তালে সেই অপেক্ষায় রইলাম আমি পূজোর শুভেচ্ছা নিও তুমি
মাগো তোমার আগমনে কেটে যাক সকল শোক, মাগো তোমার আশির্বাদে চারিদিকে আনন্দময় হোক। দুর্গাপুজোর শুভেচ্ছা রইল।
শরৎকালের রোদের ঝিলিক শিউলি ফুলের গন্ধ, মা এসেছে ঘরে ঘরে তাই মনে এত আনন্দ!! শুভ দূর্গা পূজা
মাগো তুমি জগৎ জননী, করো সবার ভালো… সকলের মনের কষ্ট নিয়ে, দিও খুশির আলো…শুভ দূর্গা পূজা
নীল আকাশে মেঘের ভেলা পদ্মা ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাঁশের খেলা আনন্দে কাটুক শারদ বেলা!
উচ্ছাস ও আনন্দ থাকুক সকলের ঘরে, পরিবার ও ভালোবাসার মানুষদের নিয়ে সুখী হােক সকলে। শুভ দূর্গা পূজা
Subho Maha Panchami
মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর, সুস্থ্য থাকুক সকলে, আনন্দ আসুক সবার ঘরে, ভালোবাসায় ভরে উঠুক জীবন। শুভ দূর্গা পূজা
শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই সকলকে মা দুর্গা সকলের জীবন আনন্দ ও খুশিতে ভরিয়ে তুলুন।
আসছে আবার দুর্গা পুজো মন খুলে সবাই সাজো তুমি আমি সবাই মিলে নাচবো ঢাকের তালে তালে হৈ হুল্লোড় সারাটা দিন মায়ের কৃপায় আবার সবাই হবো আপন দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা।
কাশফুলের ঐ সাদা মেঘের ভেলায় দিচ্ছে হাতছানি, ওই যে শোন কান পেতে মা দুর্গার পদধ্বনি। দুর্গা পুজোর শুভেচ্ছা রইল।
এলো খুশির হাওয়া, লাগলো পূজোর ছোয়া। পূজোর সকালে ঢাকের তালে মায়ের মন্দিরে যাওয়া পূজো মানে অনেক মজা, অনেক আলো, পূজো সবার কাটুক অনেক অনেক ভালো।
পুজোর এই পাঁচদিন ভরে উঠুক আনন্দে, তোমাকে ও তোমার পরিবারের সকলকে সুস্থ্য রাখুক মা এই প্রার্থনা করি… শুভ দূর্গা পূজা
এই পবিত্র অনুষ্ঠানে তোমার জীবন আনন্দে ভরে উঠুক, মা দুর্গা দু-হাত ভরে তোমাকে আশীর্বাদ করুক। শুভ দূর্গা পূজা
আনন্দ আর ভালোবাসার উপহার নিয়ে, মা দুর্গা এলেন সকলের ঘরে প্রার্থনা করি তিনি সকলের মঙ্গল করুন। শুভ দূর্গা পূজার শুভেচ্ছা
সময় হলো নতুন রঙে সেজে নেবার দুর্গা মায়ের পুজো এলো আবার তোমার চরণে ধন্য জীবন তোমার আগমনে খুশির গগন সারা বছর আশীষ রেখো সুখে দুঃখে সবার পাশে থেকো করুণাময়ী মা তোমার অপার মহিমা অসুর বিনাশী তুমি জগদ্ধাত্রী মা।
শিউলি ফুলের গন্ধে মেতেছে সারা আকাশ। কাশ ফুলের দোলা জানান দিচ্ছে মা আসছে। তাই তোমায় জানাই। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।
ঢাকের আওয়াজ দেয় কুর-কুর শোনা যায় ওই আগমনী সুর মায়ের এবার আসার পালা শুরু হলো মজার খেলা তাই নিয়ে এই সুখী মন জানাই আগাম অভিনন্দন !
শুভ শুভ শুভ দিন আসলো আবার পূজোর দিন দুর্গা মা যে ছড়াবে আলো সবার দিন যে কাটুক ভালো মায়ের পূজোয় অংশ নিও
শুভ দিনে ভালো সময় কাটাও দুর্গা পুজার শারদীয় শুভেচ্ছা।
Subho Maha Panchami Wishes and Images in Bengali : শুভ পঞ্চমীর শুভেচ্ছা বার্তা ও ছবি গুলো আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।