WhatsApp Channel
Follow Now
Telegram Group
Follow Now
ছোট ছোট বাংলা শায়েরী গুলো খুব সহজেই কপি করে ফেসবুক, হোয়াটস অ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন এবং মনের মধ্যে লুকিয়ে রাখা অনুভূতি গুলি বহি প্রকাশ করুন।
আপনি হয়তো কাউকে খুব ভালোবাসেন কিন্তু নিজের ভালোবাসার কথা তাকে বলতে পারছেন না। এই ছোট ছোট বাংলা শায়েরী love গুলো copy paste করে পাঠিয়ে দিন নিজের ভালোবাসার মানুষটির কাছে। সে আপনার মনের অনুভূতি গুলি খুব সহজেই বুঝতে পারবে।
আজকের এই নিবন্ধে আপনার সঙ্গে শেয়ার করবো কিছু ছোট ছোট বাংলা শায়েরী sad অর্থাৎ কস্টের শায়েরি। এই শায়েরি গুলোর মধ্যে দিয়ে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখা কষ্ট গুলো কে ভালোবাসার মানুষটির কাছে জানাতে পারবেন।
ছোট ছোট বাংলা শায়েরী
আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য ভালোবেসে আপন করো তবেই আমি হবো ধন্য।
তুমি আমার স্বপ্ন ওগো তুমি আমার আশা তুমি আমার এই জীবনে প্রথম ভালবাসা।
ভালোবাসি তোমায় আমি ভালোবেসেই যাবো আমার মনের একটাই আশা শুধু তোমাকেই পাবো।
মেঘলা আকাশ একলা আমি একলা আমি একলা আমার মন ভাবছি কবে তুমি হবে আমার আপনজন।
ভালোবাসার মাঝে সুখ আছে, ভালো থাকার মাঝে কষ্ট আছে দুরে রাখার মাঝে টান আছে মনে রাখার মাঝে প্রান আছে৷
কেমন করে চাইলে তোমায় নিজের করে পাবো? আমার মতো তুমিও কি সেই একই কথা ভাবো
ফুল চাই ফুটত পাখি চায় উড়তে মন চায় হাসতে হৃদয় চায় তোমায় ভালোবাসতে।
তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস। খুব কাছেই আছি আমি ইচ্ছে হলেই ডাকি।
ঝিরি ঝিরি বৃষ্টি পরে তোমার কথা মনে পড়ে, বলো তুমি কেমন আছো আমাকে কি ভুলে গেছে৷
অন্য কাউকে পায়নি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না
- আরও পড়ুন:
- 👉 বাংলা শায়েরী ডাউনলোড
- 👉 ১০০ টি সেরা বাংলা শর্ট ক্যাপশন
- 👉 বাংলা শায়েরী 4 লাইনে Attitude
ছোট ছোট বাংলা শায়েরী sad
তোমাকে ভুলতে পারলেও, তোমার স্মৃতি গুলো কখনই ভুলতে পারবো না।
মন তুমি কাঁদছো কোনো প্রিয় জনের জন্য, সে তোমায় কষ্ট দিয়ে হয়েছে খুব ধন্য, কেঁদোনা আর মন তুমি চুপটি হয়ে যাও, কষ্ট গুলো ভুলেগিয়ে বাড়ি ফিরে যাও।
ভালোবাসা ক্ষণিকের জন্যে নয় ভালোবাসা তো অনন্ত কালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের ।
কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরেযেতে চায়, তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না , মনে রাখবে, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে।
যেই খাচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা সেই খাচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না।
পৃথিবীতে ভালবাসার অধিকার সবারই আছে! কিন্তু পাওয়ার ভাগ্য টা সবার নেই।
পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল।
কে রাখে কার খোঁজ.. নতুন পেলে সবাই নিখোঁজ।
সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য, কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার।
ছোট ছোট বাংলা শায়েরী attitude
একবার আয়নার দিকে তাকিয়ে দেখো তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে দেখতে পাবে।
কারোর প্রতি নিজের অনুভুতি খুব বেশী গভীর করা উচিত নয় , কারন মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে।
আমি দেখতে সুন্দর নই কিন্তু একবার আমার সাথে মিশে দেখ আমাকে ভালোবাসতে বাধ্য হবে।
কোনো দিন যদি মনে হয় আমি আপনাকে Ignore করছি, তাহলে বুঝে নিন আমি সত্যি তাই করছি।
যত করবি চালাকি, পরে বুঝবি এর জ্বালা কি।
বন্ধু যার নিজের ঘর কাঁচের,তার অন্যের ঘরে পাথর ছোঁড়া উচিৎ নয়।
আমি perfect নই , আমি just 18+ যে বেপারটা totally Awesome
আমার জিবনের মূল মন্ত্র, “আপনি কি ভাবলেন তাতে আমার বাল ছেঁড়া গেছে”।
প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।
একটি বই একশটি বন্ধুর সমান, বাট একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।
ছোট ছোট বাংলা শায়েরী single
পৃথিবীতে সবকিছু বুজতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট !
একা থাকা কষ্ট পাওয়ার চেয়ে বেশি বেদনাদায়ক!
মনে ছিলো কতো স্বপ্ন , ছিলো কতো আসা.. সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা।
কখনও কখনও বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকানো থাকে
মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন চোখের জল কথা বলে।
চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা ? সত্যি বলছি আমিও যে তোমার মত একা..!
আমি কখনও একা অনুভব করি না কারণ একাকীত্ব সবসময় আমার সাথে থাকে
নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও। তাহলে একলা কিভাবে থাকতে হয়, তা শিখে নাও।
কখনও কখনও একা থাকা ভাল, কেউ আপনাকে ক্ষতি করতে পারে না।
জন্ম হয় একবার মরণ হয় একবার, ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার, যদি সব কিছু হয় একবার, তবে আমি কেন মিস করি বারবার?
ছোট ছোট বাংলা শায়েরী love
তোমায় দেখে মনের মাঝে উঠলো প্রেমের ঝড় আপন করে রাখবো তোমায় হতে দেবোনা পর
শুধু স্পর্শে নয় অনুভবেও 💕ভালোবাসা যায় হোক না দুরত্ব🤔তাতে কি এসে যায়.
নিম্নচাপের হাওয়ার মতো, বইছ তুমি বুকের পাশে… যে হাওয়াতে ঝলসে যাওয়া, শহর জুড়ে বৃষ্টি আসে।
পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমিই আমার পুরো দুনিয়া
একটি বাগান একটি ফুল একটি ফুলের তোড়া তাহার মাঝে থাকবে তুমি পাপড়ি দিয়ে মোড়া। কোনদিনও পাপড়ি ছিঁড়ে করবো না যে ভুল কারণ তুমি আমার কাছে লাল গোলাপের ফুল
রাত নয় চাদ আমি, সেই চাদের আলো তুমি। মাটি নয় ফুল আমি, সেই ফুলের কলি তুমি। আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি। এভোবই মিশে থাকব, তুমি আর আমি।
বন্ধু মানে স্বপ্ন বন্ধু মানে আশা বন্ধু মানে তোমার প্রতি আমার ভালোবাসা
ভালোবেসে করিনি কোনো ভুল তোমায় দিবো আজকে গোলাপ ফুল, ফুলের মতো সুন্দর তোমার ওই মন আগলে রাখবো আমি সারাক্ষন!
স্বপ্ন গুলো দিলাম তাতে আরো দিলাম আশা মনের মত সাজিয়ে নিও আমার ভালোবাসা।
লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান তুমি আমার জান আমি আমার আশা তোমার জন্য রইল আমার অনেক ভালোবাসা
ছোট ছোট বাংলা শায়েরী romantic
ভালোলাগা থেকে জন্ম নেয় ভালোবাসা। আর তার মাঝে গড়ে ওঠে ছোট ছোট আশা।
শুধু স্পর্শে নয় অনুভবেও ভালোবাসা যায় হোক না দুরত্ব তাতে কি এসে যায়.
যৌবনে দেহের তৃষ্ণা মিটাতে নয়, বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন হিসাবে তোমাকে চাই!
যতো দূরেই যাই না কেন, আমি আছি তোমার পাশেই। তাকিয়ে দেখো আকাশ পানে, যদি আমায় পরে মনে।
ভালবাসলে বিয়ে করবো। রাগ করলে কিস করবো। কাছে থাকলে আদর করবো। দূরে থাকলে মিস করবো।
প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না। যা হয় তা হল ভাল লাগা। আর সেই ভাল লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার।
তোমায় আমি ভালােবাসি, কেউ জানে না। রাস্তার মধ্যে দেখা হলে, সিটি মেরো না।
পাশাপাশি বাজবে শঙ্খ সবার ঘরে ঘরে। তুমি নববধূর বেশে যেদিন পা রাখবে আমার দ্বারে।
ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়, তবে বিশ্বাস তার বীজ। আর পরিচর্যা হলো আবেগ।
নয়ন তােমারে পায় না দেখিতে রয়েছ তুমি নয়নে নয়নে। হৃদয় তােমারে পায় না জানিতে, হ্নদয়ে তুমি রয়েছ গােপনে।
৬০ টি বাছাই করা ছোট ছোট বাংলা শায়েরী আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।