আচ্ছা Love (ভালােবাসা) জিনিসটা কী একটু বলতে পারবেন?
আমি জানি না।
আমিও ঠিক… মানে বুঝতে পারি না।
তা, অত বােঝার দরকার কী?
আসলে যা বুঝতে পারি না অথচ বুঝতে পারি ব্যাপারটা আছে সেটা নিয়ে একটা
সমস্যা তৈরি হয় জানেন? আপনার হয় না?
না।
আপনি মানুষটা মানে মহিলা তাে সামনাসামনি এত নিরস কাটখােট্টা টাইপের নন?
মানুষ বলার পর আবার মহিলা বললেন কেন?
অস্বস্তি হল?
মানে একজন মহিলা আবার মানুষ হয় কী করে, এই তাে?
আরে না না, অত কিছু ভেবে বলিনি আমি। এই রে…! শুনুন, আসলে…
কিছু শােনার নেই। Psychology আমি বুঝতে পেরে গেছি।
Please Madam… প্লিজ ভুল বুঝবেন না।
ভুল আমি বুঝিনি। যা বােঝার ঠিকই বুঝেছি।
না, আপনি ঠিক বােঝেননি। আমার সাইকোলজি অত খারাপ নয়।
তাই? তাে কীরকম আপনার মনস্তত্ত্বখানি শুনি? যাক গে, আপনার সাইকোলজি জেনে আমার লাভই বা কী?
ওহ! এতটাই হীন চোখে দেখলেন আমায়?
হি হি… আপনাকে যে আদৌ কোনাে চোখেই দেখেছি এই কি যথেষ্ট নয়?
অপমান করছেন ? করুন।
সুন্দরী মেধাবী মহিলারা…
মানে তাদের তাে এসব করাররাইট আছেই।
কিন্তু আপনি আমাকে বলবেনই…i mean, আপনার মুখ থেকেই আমি শুনতে চাই What is Love, Defination of Love…
তাই?
হুম।
কিন্তু আমি তাে নিজেই জানি না। আর দেখুন আপনি আমার স্বল্প পরিচিত…
কতটুকু জানি আমি আপনাকে?
সেই তাে আমাদের লেডিজ ক্লাবের রক্তদান শিবিরে আপনার সঙ্গে একবার মাত্র আলাপ!
আলাপ তাে ওইরকমভাবেই কোথাও না কোথাও হয়। বাদবাকি যা হয় তা পাত্র-পাত্রী দেখা হয়! হা হা হা।
What do you mean? এখানে পাত্র-পাত্রীর ব্যাপার আসছে কেন?
ওহ! তাও তাে বটে! ঠিক কথা। পাত্র-পা-তরি…!
শুনুন, আমি এখন ফোন রাখছি। কথা বলতে পারব না।
প্লিজ…! প্লিজ অরুণিমা। আই মিন অরুণিমা দেবী। তােমার সঙ্গে কথা…
মানে আপনার সঙ্গে কথা বলতে এত ভালাে লাগছে কেন বুঝতে পারছি না তাে!
আমি কী করব বলুন?
তাে, আমিই বা কী করব?
আপনিই তাে সব করতে পারেন, আপনার হাতেই তাে সব।
মানে?
মানে, ওই তাে, আপনিই বলতে পারেন…
আপনার কী হয়েছে বলবেন?
সেটাই তাে বুঝতে পারছি না মশাই।।
হমমম করলেন কেন?
ওই যে মশাই বললেন, তাই। বুঝলাম মনের গভীরে জেতার বায়াসনেস নেই।
তার মানে আমি ভালাে লােক বলছেন? হ্যা? কী ?
আমি কিছুই বলছি না। আর আপনি ভালাে হন মন্দ হন তাতে আমার কী?
সত্যি বলছেন আপনার কিছু যায় আসে না?
বুকে হাত দিয়ে বলুন তাে?
কী মুশকিল! আমি আপনাকে হার্ডলি চিনি না।
আর বুকে হাত দিচ্ছি না কানে তা কি আপনি দেখতে পাবেন?
পাব। আমি আপনাকে দেখতে পাই। সারাক্ষণ। বিশ্বাস করুন। বুকে হাত দিয়ে বলছি।
আমি একজন Criminal Advocate।
সারাক্ষণ ক্রিমিনালদের নিয়ে ওঠাবসা।
আমি এই কদিন ধরে ক্রিমিনালদের মুখেও আপনাকে দেখতে পাচ্ছি!
ওহ মাই গড(Omg)! শেষে আপনি…!
সেটাই তাে সমস্যা ম্যাডাম। আমি যে কী প্রবলেমে পড়েছি তাতে যদি আপনি পড়তেন তাহলেই একমাত্র বুঝতে পারতেন।
ক্রিমিনালদের আগে শালা শুয়াের বলে গালি দিতাম। ইয়ার্কি মারতে মারতে আজকাল আমার মুখ থেকে তাও বেরােচ্ছে না!
সবাইকে সুন্দর লাগছে। ঠিক আপনার মতাে।
ভগবান! শেষে ক্রিমিনালদের… ওফ! বাড়াবাড়ির একটা লিমিট আছে মিস্টার সম্রাট রয়।
আমিও তাে তাই বলছি অরুণিমা। বাঁচান আমায়। বিশ্বাস করুন আমি কোর্টে কোনো রকমের কাজও
করতে পারছি না পর্যন্ত। সারাক্ষণ যদি আপনি আমার চোখের সামনে প্রজাপতির মতাে নাচতে থাকেন আমি কী করব? বাঁচান আমায়।
বন্ধুরা বলছে, আমি Preme পড়েছি।
ভালােবাসায়…! আর সেই জন্যই তাে আপনার দ্বারস্থ।
কার ভালােবাসায় ? (Valobasha)
জানি না তাে। সেই জন্যই তাে বলছি..।
আপনিই বলুন, আপনার মুখ মনে পড়ছে কেন?
আমি একা একা কথা বলছি, জানেন?
সে তাে পাগলের লক্ষণ।
হা মশাই, পাগলই তাে হয়ে গেছি!
ভালোবাসা, বিশেষ করে নরনারীর চিরন্তন প্রেম যে কি আশ্চর্য জিনিস এ কে না জানে। প্রেম নিয়েই বােধহয় পৃথিবীর দুই-তৃতীয়াংশ Bengali Story (সাহিত্য ) রচিত হয়েছে। প্রেমের বৈচিত্র্যও তাে কম নয়। প্রেম, মিলন, বিরহ, পরকীয়া, হিংস্র বা আদিম, দেহগন্ধময়, প্লেটোনিক। দান্তে এক বিয়েবাড়িতে এক কিশােরীকে কয়েক পলক দেখে যে ফিদা হয়ে গিয়েছিলেন সেই কিশােরীর সঙ্গে তাঁর আর দেখা হয়নি, তার নাম বা পরিচয় ও জানতেন না, তবু তাকে নিয়েই ডিভাইন কমেডি রচনা করে ফেলেছিলেন, যা আজও কালজয়ী হয়ে বেঁচে আছে। বেঁচে আছে কালজয়ী বিয়াত্রিচেও। শরৎবাবুর দেবদাস একরকম, আবার তারই দত্তা অন্যরকম। প্রেমের বৈচিত্র্যই তাকে এমন মহার্ঘ করে তুলেছে। এইসব নানারকম সেরা প্রেমের গল্প ও Bengali Story for Kids (ছোটদের ) গল্প এবং Bengali Story Books দিয়ে আমাদের ব্লগ টি সাজানো আছে।
দেখুন আপনি বরং কোনাে মনােরােগ বিশেষজ্ঞকে দেখান।
তাই তাে দেখাচ্ছি।
সেদিন যে আপনি বক্তৃতায় মনােরােগ নিয়ে কথা বলছিলেন…!
উফ! আচ্ছা জ্বালাতন! কী পাগলের পাল্লায় পড়লাম।
আচ্ছা আপনার এরকম হয় না? হয়নি?
হয়েছে।
আর হয়েছে বলেই আপনার মতাে নাছােড়বান্দা পাগল ক্রিমিনাল অ্যাডভােকেটের সঙ্গে এতক্ষণ কথা বলছি! বুঝলেন?
কাল রাতভাের কথা বলেছি।
উফ! এবার ছাড়বেন?
তার মানে তুমিও…?
হ্যা আমিও পাগল হয়েছি।
না হলে পাগলের সঙ্গে এত কথা বলি না।
বুকের ভেতর কেমন কেমন হচ্ছে?
হচ্ছে।
আমার মুখটা দেখতে পাচ্ছেন সর্বত্র ?
হা।
উফ! তার মানে…কী আনন্দ!
কোনাে আনন্দ নয়। এবার দয়া করে আমায় বাঁচান।
আসছি। অপেক্ষা করাে সােনা…।
প্লিজ না। শুনুন, আমি বিবাহিতা !
আরে এইটাই তাে রাজযােটক! আমিও তাে!
আমার স্ত্রী আছে।
কিন্তু তার সঙ্গে এক্কেবারে বনিবনা হয় না।
এরকম দজ্জাল মেয়েলােক ত্রিভুবনে আছে কিনা।
তারপরেও ভালােবাসার শখ?
আপনার স্ত্রী যখন জানতে পারবেন, বুঝতে পারছেন
কী হাল হবে?
আপনি সঙ্গে থাকলে ত্রিভুবন জয় করে নেব। থাকবেন না? ও অরুণিমা ? থাকবেন না আমার পাশে?
থাকব। আমিও ওই মিস্টারকে দেখিয়ে দিতে চাই।
যে, আমার জন্যেও কেউ পাগল।
আমি সত্যিই পাগল সােনা।
থাক, আর বলতে হবে না।
আমার বুকের ভেতরটা কেমন কেমন করছে।
আপনার উনি কী করেন?
ডাক্তার। গাইনি। গুচ্ছের মেয়েদের নিয়ে… ওফ্ ! আগে বুঝলেন তাে খুব ভালােবাসত। খুব যত্ন নিত। বিয়ের তিন বছর পেরােতে না পেরােতে… সব ফিকে!
বললেই বলবে, তােমার জন্যই তাে রােজগার করছি!
তা সে তো ভালােই।
ভালাে? ভালাে না হাতির মাথা।
আপনি কী চান ?
কী আবার চাইব? আমায় একটু সুন্দর বলুক।
একটু পাশে বসুক। একটু আদর করুক।
উফ! কী সামান্য চাহিদা। আমি তােমায় সুন্দর বলব প্রিন্সেস। রানি বলব। অনেক আদর করব। লােকটা একেবারে বােকা! এইটুকু চাওয়া তাে স্বাভাবিক।
আর আপনার ওয়াইফ?
বুঝি না। শুধু দুমদুম করে পা ফেলে চলে।
গায়ে হাত দিতে এলে ছিটকে ওঠে আধভাজা কই মাছের মতাে! আমি তাকে ছাড়বই এবার। তুমি একবার হ্যা বলাে শুধু।
Facebook জিন্দাবাদ অরু।
যে কথা তােমায় সামনে বলতে পারিনি সেই কথাই কত সহজে বলে ফেললাম !
আমি তাে ভাবতেই পারিনি সেই সুন্দর মতাে মানুষটা আমার প্রেমে পাগল রক্ত দিতে এসে!
হা হা…শুধু রক্ত নয় একেবারে কলজেটাই উপড়ে দিয়ে এসেছি তােমায়।
বলাে কবে দেখা করবে।
আমি আর পারছি না। কাল ?
ই! কোথায়?
আমার বাড়িতে।
তােমার সে?
ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে ও।
ঠিকানা দিয়ে দিচ্ছি। সােজা একটা ট্যাক্সি নিয়ে চলে এসাে। একসঙ্গে lunch করব।
আচ্ছা।
হ্যালো আমি এসেছি।
রাকেশ তুমি…!! এখানে…!
হা হা হা…আমি তােমায় অন্য কারুর হতে দিতে পারি সােনা? সম্রাট আমার বাল্যবন্ধু।
ওর সঙ্গে যুক্তি করেই তাে ওর ছবি দিয়ে ফেসবুক খুলে তোমার সঙ্গে মেসেজ করি…।
কিন্তু… তুমি তো আমায় ভালােবাসাে না অরু কাদে না.. প্লিজ কাদে না সোনা…আমি তােমায় খারাপ ভাবিনি।
আমি খারাপ হতে যাবো কেন।
তােমার লেখা পড়েই বুঝতে পেরেছিলাম ওটা তুমিই(রাকেশ)।
তােমার কয়েকটা বাংলা বানান ভুল হয়।
ঠিক সেইগুলােই করেছিলে।
তুমি আমাকে ‘দজ্জাল’ বললে।
ত্রিভুবন’ শব্দটা বলাে, এইসব থেকে আন্দাজ হচ্ছিল। সেইজন্যই তাে সম্রাটবাবুর এক ডাকে চলে এসেছি দেখতে আসল লােকটা কে?
হা হা হা হা হা হা হা……।
এখন তিনজন যথারীতি এক জায়গায় উপস্থিত।
আপনি হাসছেন সম্রাট? আর তুমিও রাকেশ?
ভাল্লাগছে না বলে দিচ্ছি।
ভালাে হবে না রাকেশ।
ম্যাডাম, তুমি আমার জুনিয়ার হবে?
তুমি তাে দেখছি আমার থেকেও বড় ক্রিমিনাল
লয়ার হতে পারবে। হা হা হা হা…।
সম্রাট: রাকেশ তুই বউয়ের সঙ্গে প্রেম কর।
আমি চেম্বারে যাচ্ছি।
অরুনিমা সম্রাট কে জিগ্যেস করলো আপনার ওয়াইফ?
বিয়ে হল না এখনও! অরুণিমা সেনকে যে পেলাম না! হা হা হা…।
ব্যাড লাক।
তবে প্রেম আমি করবই তােমার সঙ্গে। See You.
@ 👉 Bengali Story গল্পটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না…..