Basanta Utsav 2023 Quotes, Wishes and Caption in Bengali

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

Last updated on July 4th, 2023 at 12:49 am

Rate this post

Basanta Utsav Quotes, Wishes and Caption in Bengali : সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা! প্রিয় বন্ধু, বান্ধবীদের স্পেশাল ফীল করানোর জন্য সবথেকে ভালো উপহারটি হলো বসন্তের Sms আজকের Bengali Basanta Utsav Quotes গুলো একটু আলাদা এগুলো দিয়ে আপনি খুব সহজেই নিজের প্রিয় মানুষটির মন জিতে নিতে পারবেন।


Basanta Utsav Quotes in Bengali


Subho Basanta Utsav Quotes in Bengali 

এলো ফিরে ফাগুন বেলা
মনে শুধু রঙের খেলা,
আবিরের রঙে রাঙাবো তোমায়
জীবনে লাগবে রঙের ছোঁয়া।

বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে সব দুঃখ, অভিমান ভুলে রঙিন হয়ে উঠি বসন্তের রঙে চলো হাতে হাত ধরে স্মৃতির জাল বুনি।। হ্যাপি হোলি!


সাদা রং জীবনে আনুক শান্তি
লালের ছোঁয়ায় শক্তি বাড়ুক মনে
সবুজ রঙে উজ্জ্বল হোক তোমার ভবিষ্যৎ
গোলাপী রঙের আভায় ফুটে উঠুক তোমার হাসি! প্রার্থনা করি নানা রঙের মতো তোমার জীবনও হয়ে উঠুক রঙিন।
বসন্ত উৎসবের শুভেচ্ছা ও ভালবাসা জানাই!

কোকিলের কুহুসুরে বসন্ত এসেছে
দূরের বনেকৃষ্ণচূড়া লাল হয়েছে
উল্লাস আজ সবার মনে
শুভ বসন্ত উৎসব

Read More:

রঙের ছোঁয়ায় হিংসা কমুক সমাজে এই রঙ মিলিয়ে দিক সমস্ত জাতি ও ধর্মকে মনের মণিকোঠায় জায়গা হোক শুধু প্রেম আর ভালবাসার সব ব্যবধান ভুলে গিয়ে আসুন একে অপরকে বলি হ্যাপি হোলি!


রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস সব দুঃখের কথা ভুলে আনন্দে কাটান হাসুন এবং সবাইকে হাসান!


জীবনে লাগুক বসন্তের পরশ,
জীবনটা ভরে উঠুক আবির এর রঙে,
জীবনটা হোক বর্ণময়। 
শুভ বসন্ত উৎসব

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি

বসন্ত এসে গেছে রঙে রঙে ভরে
গেছে এই ভূবনরং এর মতই
রঙিন হোক সকলের জীবন
শুভ বসন্ত উৎসব

মনের রং দাও সব উজাড় করে
ফাগুন আসুক সবার মন জুড়ে
শুভ বসন্ত উৎসব

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়

ওরে গৃহবাসী খোল্ দ্বার খোল্ লাগল যে দোল। স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল্ দ্বার খোল্॥

রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥

বেণুবন মর্মরে দখিন বাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে।
মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারির বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
দ্বার খোল্, দ্বার খোল্॥


আজ হোক রং ফ্যাকাসে
তোমার আমার আকাশে
চাঁদের হাঁসি যতই হোক না ক্লান্ত
বৃষ্টি আসুক বা নাইবা আসুক
ঝড় উঠুক বা নাইবা উঠুক
ফুল ফুটুক বা নাইবা ফুটুক 
আজ বসন্ত। বসন্ত এসে গেছে

আজ এই বসন্ত জাগ্রত দুয়ারে
নূতন রং এ রাঙিয়ে তোলো সকল কে
হ্যাপি দোল যাত্রা ও বসন্ত উৎসব

দোল মানে সবার মাঝে রঙের নবজাগরণ
দোল মানে রঙিন করা রং আবির ছোয়া মন
দোল মানে সবার মাঝেই কেউ আপনজন
রং খেলো ভালো করে।

আবির মাখা অস্তরাগ
মুছিয়ে দিক মনের দাগ
লাল পলাশের রং গুনে
বসন্তের এই মধুর দিনে
সাত রঙেতে উঠুক ভরে
জীবন সারা বছর ধরে।

বসন্ত এসে গেছে রঙে রঙে ভরেগেছে এই ভূবন রং এর মতই রঙিন হোক সকলের জীবন।

বসন্তের এই রং লাগুক মনে প্রাণে
পূর্ন হোক সব আশা, ভালোবাসা
তোমাকে জানাই শুভ দোল যাত্রা ও হ্যাপি 

এলো বসন্ত রূপ নিয়ে অনন্ত
দূর দিগন্ত হলো সবুজ জীবন্ত,
দোল এলো রঙে রাঙাতে নতুন করে
আঁখিতে স্বপ্ন সাজাতে
শুভ বসন্ত উৎসব

ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now