শুভ মহা ষষ্ঠী ২০২৩ শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি

WhatsApp Channel Follow Now
Telegram Group Follow Now

শুভ মহা ষষ্ঠী ২০২৩ শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি : দুর্গাপূজা নবরাত্রির ষষ্ঠ দিনে শুরু হয় তাই এই দিনটিকে দুর্গা ষষ্ঠী বা মহা ষষ্ঠী বলা হয় এই দিনে দেবী দুর্গা কৈলাশের যাত্রা শেষ করে মর্তে আগমন করেন।

দূর্গা ষষ্ঠী মায়েদের কাছে একটি বিশেষ দিন যেদিন তারা সন্তানদের কল্যাণের জন্যে প্রার্থনা করে থাকেন। মা দুর্গাকে যেহেতু মহাবিশ্বের মাতা বলে ধারণা করা হয়, তাই দূর্গা ষষ্ঠী মায়েদের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে থাকে।

এই দিনে, মায়েরা উপোষ করেন অথবা নির্দিষ্ট সীমিত খাবার খেয়ে থাকেন। তারা ‘অঞ্জলি’ দিয়ে থাকেন এবং তাদের সন্তানের সমৃদ্ধি ও সুস্থ থাকার জন্য মায়ের কাছে প্রার্থনা করে থাকেন।

শুভ মহা ষষ্ঠী

শুভ মহা ষষ্ঠী শুভেচ্ছা বার্তা

মা এসেছেন বছর পরে, ঘরে আর লাগেনা মন, মাগো তোমার আগমনে, ভালো থাকুক আপনজন- শুভ ষষ্ঠীর শুভেচ্ছা।
হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে। শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
আজ বাজে মনের মাঝে আগমনের গান, জগৎ জননী মাকে করি আহ্বান- সকলকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা।
আসছে বছর আবার হবে
গত বছর বলেছিলে,
তাইতো আবার মা দিয়েছে সারা
খুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
মা দুর্গার আজ হলো আগমন
আনন্দে ভরে উঠল আমাদের মন
মায়ের উপরেই সকলের দৃষ্টি
তোমায় জানাই দুর্গাপুজোর
!!শুভ মহা ষষ্ঠী!!
শরত সকাল হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া
কাশফুল আর ঢাকের তালে
শিউলি নাচে ডালে ডালে
মা আসছেন বছর ঘুরে
পুজোর হাওয়া তাই জগত জুড়ে।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।

শুভ মহা ষষ্ঠী শুভেচ্ছা ছবি

শুভ মহা ষষ্ঠী শুভেচ্ছা ছবি

একটা বছর পরে
আবার মা এলেন ঘরে
আমাদের সংসার উঠলো আলোয় ভরে।
!! শুভ মহা ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা!!
কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন আনন্দেতে থাকি। শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
একশো আট পদ্ম মায়ের পায়ে
অর্পণের মধ্য দিয়ে হলো পুজোর শুভ সূচনা!!
শুভ মহা ষষ্ঠী!!
আজ দূর্গা রূপে এসেছে মা ঘরে
গ্রাম থেকে শহরে সুখের অমৃত ঝরে,
মহা ষষ্ঠীতে দেবী মহামায়া
মায়াতে মোহিত আজ সারা দুনিয়া।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
এই উৎসবের দিন গুলিতে,
দুর্গা মা তোমার জীবনকে
আনন্দে ভরে তুলুক,
তোমার মনে শান্তির সঞ্চার হোক।!!
শুভ মহা ষষ্ঠী!!
শরৎকালের রোদের ঝিলিক
শিউলি ফুলের গন্ধ,
মা এসেছে ঘরে তাই
মনে অনেক আনন্দ !!
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
শুভ মহা ষষ্ঠী স্ট্যাটাস

শুভ মহা ষষ্ঠী স্ট্যাটাস

ভোরের পাখি উঠলো জেগে
মায়ের আগমনের কথা শুনে,
শিশির ভেজা ভোরে
মা এসেছে মর্ত্যলোকে
আপনাকে শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা!!
ঢাকের কাঠি উঠল বেজে
মা আসছেন সেজে গুজে
চারিদিকে আজ মাতন লাগে
পূজার দিন যেন ভালো কাটে।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
শুভ মহাষষ্ঠীর প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুকখুশি ও আনন্দে।
নৌকাতে মা দিল পাড়ি.
মা আসছেন বাপের বাড়ি
সংগে তাহার ছেলেমেয়ে
কি সুন্দর বাহন নিয়ে
অষটমীতে ঢাকের বাড়ি.
মা পড়বেন নতুন শাড়ী.
খুশিতে তাই নাচে মন
*ভালো কাটুক পুজোর ক্ষণ।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
মা এসেছেন বছর পরে,
ঘরে আর লাগেনা মন..
মাগো তোমার আগমনে,
ভালো থাকুক আপনজন।
শুভ মহা ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা !!
পুজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা
পুজো মানে হারিয়ে যাওয়া
প্রেমের ফিরে আসা
পুজো মানে নতুন করে
আবার ভালোবাসা ।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
শুভ মহা ষষ্ঠী ক্যাপশন

শুভ মহা ষষ্ঠী ক্যাপশন

মায়ের বোধন সাথে হোক
শুভ শক্তির বিকিরিন।
!! শুভ মহা ষষ্ঠী !!
শিউলি ফুলের গন্ধে পরিবেশ মনোরম হলো,
ধুপ, প্রদীপ আর শাঁখ এর আওয়াজ,
মায়ের আগমন জানিয়ে দিল।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মফুলের পাপড়ি মেলা
ঢাকের তালে কাশের খেলা
মজায় কাটুক শারদবেলা।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
নীল আকাশে মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক সারা বেলা।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
মেঘ ছুট আকাশটা নীল ওই
কাশ ফুল মাটিতে থৈ-থৈ
বাজে ওই ঢাকের পাগল সুর
শুনতে লাগে বেশ মধুর।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোয়া
অঞ্জলি দাও অষ্টমীতে
আড্ডা জমুক নবমীতে।
দশমীতে হোক মিষ্টি মুখ
পুজ সবার খুব ভালো কাটুক।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
শুভ মহা ষষ্ঠী মেসেজ

শুভ মহা ষষ্ঠী মেসেজ

শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী, কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি? শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
কুর-কুর-কুর বাজে ঢাক
কৈলাস যে দিলো ডাক,
শুরু হবে সিঁদুর খেলা
দেবির যে আজ যাওয়ার পালা,
বোধন থেকে বিসর্জন,
ভালো রেখো মা সবার মন !!
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
নীল আকাশে মেঘের ভেলা পদ্মফুলের পাপড়ি মেলা ঢাকের তালে কাশের খেলা মজায় কাটুক শারদবেলা। শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
পূজার বাঁশী বাজে দূরে
মা আসছেন বছর ঘুরে
শিউলির গন্ধে আগমনী
কাসের বনে জয়ধ্বনি
নীল আকাশে মাকে খুঁজো
হাসি খুশি কাটুক পূজো।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।
নব কল্পনা,নব জ্যোত্স্না, নব শক্তি, নব আরাধনা… নবরাত্রির পবিত্র উৎসবে পূরণ হোক তোমার সব মনোকামনা।
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা

শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা

দেবীর আগমনে, আনন্দের আলিঙ্গনে শিউলির গন্ধে পুজোর উচ্ছাসে জীবন হয়ে উঠুক মঙ্গলময়।
মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক, তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক!
ষষ্ঠীতে হাসি খুশী, সপ্তমিতে ঘুরা। অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপর পরা। নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ, দেখতে দেখতে দশমীতে হবে সব শেষ।
এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷
মায়ের কৃপায় মনের অসুরকে বধ করে ভালো মনের মানুষ হয়ে ওঠি আমরা। অশুভ বিনাশ করে শুভ ও সুন্দরের তপস্যা করি।
শারদের ছোয়া লাগুক মনে প্রাণে, মুছে যাক সকল জরা, সকল যন্ত্রণা। মায়ের আর্শিবাদে শুভ সূচনা হোক সকল ব্যর্থতা মুছে যাক।
আধাঁর কেটে আলো আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক। শারদের ছোঁয়ায় মনের সব আধাঁর, কলুষতা দূর হোক। মায়ের কৃপায় জীবন আলোকিত হোক।
পূজা মানে আনন্দ আয়োজন, পূজা মানে সকল অশুভ শক্তির বিনাশ সাধন। শুভ শক্তির উদ্বোধন হোক এই শারদে ।
আপনার ও আপনার পরিবারের সকল দুর্গতি নাশ হোক মা দূর্গার কৃপায়। সুখ ও সমৃ্দ্ধি আসুক জীবনে দুর্গা পুজার শুভেচ্ছা রইল।
অশুভ চিন্তা-ভাবনা ঘুঁচে শুভ ও কল্যাণকর চিন্তার উদয় হোক মায়ের আর্শিবাদে। জীবন হোক আলোকিত। শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা।

শুভ মহা ষষ্ঠী ২০২৩ শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি : গুলো আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্যে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার।

Leave a Comment

WhatsApp Group Join Now
Telegram Group Join Now